জীবন ওদের বিপন্ন আজ ওরা দারুণ সংকটে
ভাসছে হাওয়ায় গুলির শব্দ কখন বিপদ যায় ঘটে।
প্রকৃতিও বিরূপ ভীষণ জমাট বরফ চারদিকে
অরণ্যও আসছে কমে কীভাবে আর রয় টিকে।


কাঁটার বেড়া চতুর্দিকে পালাবার কি পথ আছে
লোকালয়ের কাছ ঘেঁষে না হরণ করে প্রাণ পাছে।
গুপ্তঘাতক চষে বেড়ায় মাংস এবং ত্বক লোভে
পশুপ্রেমীর কষ্ট দারুণ ফুঁসছে তারা বেশ ক্ষোভে।


বিলুপ্তপ্রায় প্রাণী হাঙুল রক্ষা করবে কে ওকে
এই আবেদন সবার কাছে রাখুন আদর দুই চোখে।
গাঁয়েগঞ্জে শিয়াল ছিল যায় না ওদের আর দেখা
হারিয়ে গেছে ভুবন হতে এই কথাটি হয় লেখা।


সবার জন্য এই পৃথিবী কেমন করে যাই ভুলে
দরদি মন হৃদয়ে নেই  কোন আকাশে রয় ঝুলে!
চরম হিংস্র তকমাটা আজ মানুষ ছাড়া কে পাবে
হলফ করে বলতে পারি ওদের গলায় দোল খাবে।