শীতল মরুর বুকে উষ্ণতা আকাল
তুষারে আবৃত শৃঙ্গ তরুলতাহীন
দিবসে যদিও রবি নিশীথে সঙ্গিন
প্রবল শীতল বায়ে হাসে মহাকাল।
প্রকৃতি বিস্তার করে শুভ্র মায়াজাল
ঢাকা পড়ে গিরিপথ ঘনায় দুর্দিন
অতন্দ্র প্রহরী সেনা সীমাপারে চিন,
সদাগ্রাসী পাকিস্তান খোঁজে অন্তরাল।


মানবের মনে আজ হৃদ্যতা কোথায়
পরধন লোভে মত্ত পররাজ্য গ্রাস
সুরক্ষা দুরূহ কর্ম ওঠে নাভিশ্বাস
বাধাপ্রাপ্ত অগ্রগতি দস্যু অন্তরায়।
বিস্তর ব্যয়ের ভারে জর্জরিত দেশ
আগ্রাসন আস্ফালন কবে হবে শেষ।