সকালবেলা  দিঘির জলে
অবগাহন করে
বেরিয়ে পড়ি বোনকে নিয়ে
নতুন পোশাক পরে।


মা পরেছে  হলুদ শাড়ি
বাবা নতুন জামা
হেঁটে হেঁটেই মণ্ডপে যাই
সঙ্গে আছে ঠামা।


একটু পরেই শুরু  হবে
মহাষ্টমীর পূজা
ত্রিশূল হাতে মা দাঁড়িয়ে
গৌরী দশভূজা।


পুজোর কাজ সাঙ্গ হলো
শুরু পুষ্পাঞ্জলি
মনের কথা এক এক করে
চক্ষু মুদে বলি।


বিদ্যা দাও বুদ্ধি দাও
দাও সহিষ্ণুতা
শ্রদ্ধা করার মতি দিয়ো
তুমি সর্বভূতা।


ঠামার হাত বাবার হাতে
এবার ফিরি বাড়ি
ভিড় পেরিয়ে এসেই আমি
বোনের হাতটি ছাড়ি।

প্রসাদ পেয়ে তুষ্ট হলো
ভরলো সবার মন
ফিরেই দেখি দাঁড়িয়ে গেটে
ভুলো এতক্ষণ।

সুজি-প্রসাদ দিলাম ওকে
চেটেপুটেই খেল
আমার যাবার আগেই ও
ঘরের ভিতর গেল।