ছড়া উপহার
অজিত কুমার কর


দিন কাটাব ফুলবাগিচায়
যাচ্ছি তোমার বাড়ি,
উঠেছি খুব সকালসকাল
এবার দেবো পাড়ি।


জন্মদিনের তারিখগুলো
ডাইরিতে রয় লেখা,
প্রতি রাতে শোবার আগে
উলটেপালটে দেখা।


দেবার মতো কিছুই তো নেই
লিখেছি এক ছড়া,
মাতৃভাষার বর্ণ দিয়ে
নিপুণভাবে গড়া।


মোবাইলেই রাখা আছে
কোলাজ তৈরি করে,
ছড়ার পাশে তোমার ছবি
রয়েছি হাত ধরে।


ন'টার আগেই পৌঁছে যাব
এখন নদীর বাঁকে,
ওই যেখানে আমাদের সই
শুচিস্মিতা থাকে।


© অজিত কুমার কর