*                 ছড়াক্কা
             অজিত কুমার কর


ছড়াক্কা এক লিখব বলে যেই ধরেছি কলম
          কলম বলে, 'করছোটা কী!
            আমায় নিয়ে ঠাট্টা নাকি?
           হঠাৎ কী ভুত চাপলো ঘাড়ে'
             বলেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে
ওতেই হাতে ফোসকা পড়ে, কোথায় পাব মলম!
                      ####
কে বাজাবি আমের ভেঁপু জলদি ছুটে আয়
             পল্টু বল্টু এলো ছুটে
           পল্টু বলে আমাকে দাও
            বল্টু বলে তাই তুমি নাও
             রীনা বীণাও গেল জুটে
   পল্টু কেন আগে পাবে, ওরাই আগে চায়।
                      ###
শুরু হলো দেবীর বোধন বেলতলাতে ওই
         মা বোনেদের সিনান সারা
         পুরুত ঠাকুর দিচ্ছে তাড়া
          জেগে উঠল এবার পাড়া
           পৌঁছে গেছে তখন যারা
অঞ্জলি দের মায়ের পায়ে নেই কোনো হইচই।
                      ####
   মৃন্ময়ী মা'র পুজো শুরু সারা বাংলা জুড়ে
              চিন্ময়ী মা একলা ঘরে
             পথের পানে আছে চেয়ে
             কপোল বেয়ে অশ্রু ঝরে
             সময় কাটে বাতাস খেয়ে
খোঁজ করে না সন্তানেরা প্যান্ডেলে যায় উড়ে।
                        ****