তাক-ডুমা-ডুম বাদ্যি বাজে ওই
মহাষ্টমীর পূজা শুরু তাই এত হইচই।


পড়ছে চোখে শুধু লোকের ঢল
আমরা কেন বাদ পড়ে রই চল এখনই চল।


পাশকুড়াতে মা আর বাবা যায়
ও’মণ্ডপে যাবো না রে ত্রিকোণ পার্কে আয়।


হলুদ বসন কানে ঝিনুক দুল
মায়ের পায়ে দিলাম দু’জন ভক্তিভরে ফুল।


প্রসাদ পেলাম জ্বলছে পুজোর দীপ
কী অপরূপ দেখাচ্ছে আজ তোর কপালের টিপ।


হাতছানি দেয় ওই সে’ ছাতিম গাছ
চলনা এখন দেখি গিয়ে প্রজাপতির নাচ।


আসছে ভেসে কেমন মধুর বাস
দেখনা চেয়ে ওই ওদিকে হাতছানি দেয় কাশ।


গাছের নীচে কাটল কিছুক্ষণ
দিঘির বুকে কমলকলি ভরিয়ে দিল মন।