ডানা দুটি যেন ওর বাঁকা তলোয়ার
বাতাসে ভেসেই থাকে লক্ষ্য শিকার।
অত উঁচু থেকে খোঁজে কোথা আছে ঝিল
ক্ষণকাল রয় স্থির দৃঢ়চেতা চিল।
অতটা দুরন্ত নয় যেরকম বাজ
চোখের পলকে ওরা সেরে ফেলে কাজ।
ঈগল-শকুন-চিল ভ্রমণবিলাসী
শিকার পায় না ছাড় ভীষণ আগ্রাসী।


পালক-কলম সে যে কত মনোলোভা
কালির দোয়াত-পাশে মেলে দিত শোভা।
এখন তেমন নয় এসেছে সুদিন
রকমারি কলমের হাসি অমলিন।
আজ যেটা হাতে হাতে কাল সে বিলুপ্ত
কালের গহ্বরে ঘুম হবে নাকো সুপ্ত।