চিনি প্রিয়দর্শিনী


তোমারে তো চিনি দেখেছি কোথাও
পাহাড়ে বা বালুচরে
মনে কি পড়ে না প্রিয়দর্শিনী
হাসিতে মুকুতা ঝরে।


শৈল শহরে হল পরিচয়
তখনো হয়নি রবির উদয়
দাঁড়িয়ে রয়েছি টিলার ওপরে
তুমি ছিলে ঠিক পাশে
চোখাচোখি হল শুধু একবার
কখন সূর্য হাসে।


অরুণকিরণে শোভা মনোহর
চোখে মুখে দেখি খুশি নির্ঝর
আলাপচারিতা শুরু এরপর
ফেরার সময় হল
আমি বলি ওগো প্রিয়দর্শিনী
ধীর পায়ে তুমি চল।


একবার আমি যারে চোখে দেখি
খাতার পাতায় চলে লেখালেখি
স্মৃতির পাতায় ভেসে ওঠে সব
কত কথা পড়ে মনে
যখন ও'মুখ দেখি নির্জনে
একেলা অলস ক্ষণে।


@অজিত কুমার কর