কাড়লি শেষে মই
কেমন করে একলা আমি রই
ওকেই দিলি বকুলমালা
আমায় দিলি কই !


ভুলেই গেলি সব
নিঃস্ব আমি নেই কোনও বৈভব
যেদিন পাশে কেউ ছিল না
আমিই কুশীলব।


সব কি দেখা যায়
এতদিনে বুঝলি না তুই হায়!
বাহির দেখে যায় না বোঝা
লাগছে অসহায়।


একটানা নয় সুখ
চক্রাকারে ঘোরে সুখ ও দুখ
আজ যে রাজা কাল সে ফকির
নেই কোনও ভুলচুক।