চির ঋণী
অজিত কুমার কর


নাইবা রইলো ঘর
পান্তা খেয়ে বেঁচে আছি
এটাই সুখবর।


কর্ম করি রোজ
সবার মনে রং ধরাতে
আখর করি খোঁজ।


ধৈর্য মহা ধন
নিজেরে তাই সমঝে রাখি
সহিষ্ণু হও মন।


দীনের চেয়েও দীন
কীভাবে যে শুধবো আমি
জগন্মাতার ঋণ।