*  চিত্তে ভাষার বাস  :  অজিত কুমার কর


   একুশ এলে ব্যথার সাথে গর্বে ভরে বুক
মায়ের দেওয়া বাংলা ভাষায় স্নেহের তমসুক।
ডালে ডালে পলাশ শিমুল ফুটতে ওরা করে না ভুল
  মায়ের মুখের কথা শুনে প্রথম শিক্ষা লাভ
    অ-আ-ক-খ গল্প ছড়া কান্না হাসি ভাব।


বাংলা ভাষায় সবার সাথেই বার্তা বিনিময়
মায়ের সাথে সকাল বিকাল কতই কথা হয়।
স্বতঃস্ফূর্ত সেসব কথা প্রকাশ করি মনের ব্যথা
  খেলার মাঠে আমার সাথি সেলিম শুভাশিস
বিল্টু বলে, 'মায়ের হাতের খই-মোয়াটা দিস।'


  বিশ্বজুড়ে অনেক ভাষা বাংলা আমার প্রাণ
ওটাই আমার মাতৃভাষা সে যে মায়ের দান।
বাংলাতে পাই মায়ের পরশ যেমন মধুর তেমনি সরস
অনেকগুলো ভাষা জানি কোথায় অন্তমিল!
ফুলের সাথে দুলের মিলন তৃপ্তি অনাবিল।


   রক্ত দিয়ে অমর হ'ল শফিউর সালাম
সাথে ছিল রফিক জব্বার অতি উজ্জ্বল নাম।
ব্যর্থ হয়নি ওদের প্রয়াস রাঙল দেশের মৃত্তিকা ঘাস
ফেব্রুয়ারির একুশ সেদিন ফাগুন মাসের আট
শহিদ বেদির সামনে আজি লোকারণ্য মাঠ।


বাংলা আমার প্রাণের ভাষা চিত্তে ভাষার বাস
পরম সুখে কাটাই জীবন মেটায় মনের আশ।
বাংলাতে এই জীবন শুরু ভাষা এবং মা-ই গুরু
   ছোট্ট আশা শেষে যেন চরণে পাই ঠাঁই
এটাই আমার প্রার্থনা মা আর কিছু না চাই।