.         চোদ্দোপুরুষ উদ্ধার


অনাদরে অবহেলায় কাটলো জীবন তাঁর
সাড়ম্বরে আত্মজদের পালন লোকাচার!
          তৃষাতে জল পায়নি চেয়ে
             সুখনিদ্রা খেয়েদেয়ে
  পিণ্ড দিয়ে চোদ্দোপুরুষ তর্পণে উদ্ধার!


জীবদ্দশায় দেখিয়েছে দুর্বিনীত ভাব
শ্রদ্ধা ভক্তি ভালবাসার প্রচন্ড অভাব।
        সেসব দৃশ্য যায় না দেখা
         শব্দবন্ধ কোথায় শেখা?
   কুরুচিতে পরিপূর্ণ ওদের ব্যবহার।


জন্মদাত্রীর কী অবদান বুঝল না কেউ হায়
  মাতৃহারা শিশুরা কি তেমন আদর পায়?
              কত কষ্ট সহ্য করে
           যখন থাকে তাঁর জঠরে
   জননীরা সারাজীবন করুণার আধার।


পরিতাপে পাপস্খলন, তাপে বরফ জল
মায়ের কাছে কীসের গর্ব জননী অতল।
         চায় না অর্থ চায় সমাদর  
          তাতেও কুণ্ঠা রে গুণধর!
মায়ের ত্রুটি খোঁজে যারা তাঁরা কুলাঙ্গার।


##অজিত কুমার কর