চোখে আগুন
অজিত কুমার কর


অমন করে তাকাসনে তুই ভস্ম হয়ে যাবো
খাসনি কদিন আয়-না সাথে দোকানে খাওয়াবো।
বলতে পারিস কে তোর বাবা শুধাই গিয়ে তাকে
এমন শিশুর জন্মদাতা কী করে চুপ থাকে!


বক্ষ আমার যাচ্ছে জ্বলে তোর এই কষ্ট দেখে
লুকিয়ে আছে কোন ভুবনে তোরে একলা রেখে।
দিনেরবেলা কাগজ কুড়াস করিস কি তুই রাতে?
ক্ষিদে পেলে কি খাস, হাওয়া, পেট ভরে কি তাতে?


ওদের মতো অবোধ শিশু সকাল থেকেই খাটে
মা ও মেয়ের এমনি করে এক একটা দিন কাটে।
ভূভারতে আজও কি কেউ ওদের কথা ভাবে
নেতার পিছে দিন-খরচে জীবন কেটে যাবে।