চলে গেলে


এভাবে যে তুমি চলে যাবে শেষে
ভাবতে পারিনি আমি
এলে না তো ফিরে আর কোনোদিন
ঘাঁটছি সালতামামি।


প্রজাপতি অলি বারবার আসে
পথ চেয়ে বনফুল
শুধু ভেসে ওঠে অতীতের দিন
বাতাস ওড়ায় চুল।


প্রেম কখনো হয় না মিথ্যা
অনুভব করি টান
সাগর-পাহাড়-ঝরনায় গেলে
ভেসে যেত অভিমান।


থামেনি লেখনী লিখেই চলছি
লিখে যাব আজীবন
পূর্ণিমা রাতে ঘুমোই না আমি
কবিতা উচ্চারণ।


© অজিত কুমার কর