চলো হারাই পলাশবনে
অজিত কুমার কর


জীর্ণ পাতা যেই ঝরে যায়
নতুন পাতা আবার গজায়
ঋতুরাজের দান,
কৃষ্ণচূড়া অশোক জারুল
নেড়া গাছেই ফোটে শিমুল
কোকিল শোনায় গান।


কোথায় যাবে তুমিই বলো
মহুল পলাশ বনেই চলো
নয়তো বেশি দূর,
হাতটা রাখো আমার হাতে
হোঁচট না খাও তুমি যাতে
আসছে বাঁশির সুর।


ওদের সাথেই পা মিলাব
পলাশ বনেই রাত কাটাব
আকাশে গোল চাঁদ,
গাছগাছালির ফাঁকে ফাঁকে
বসন্তিকা পেতে রাখে
অদৃশ্য এক ফাঁদ।


© অজিত কুমার কর