#             চুমু খেয়ে গেল মৃত্যুদূত
                  অজিত কুমার কর


      চুমু খেয়ে উড়ে গেল সেদিন মৃত্যুদূত
      অতর্কিতে চমকে উঠি ঘটনা অদ্ভুত।
               এক পলকে উধাও হলো
             রৌদ্রে আকাশ ঝলোমলো
প্রকৃতিও উঠছে সেজে নেইকো কোথাও খুঁত
  চিমটি কেটে পরখ করি, হইনি আমি ভূত।


এভাবেই তো নাই-এর দলে চিত্রিত হয় নাম
   কার শায়কে বিদ্ধ হবে, করুণ পরিণাম।
              ধরাছোঁয়ার বাইরে ও' যে
            কে বেরোবে ব্যাধের খোঁজে
জেট বিমানের মতো গতি, প্রাণের কী বা দাম
     জীবন-মৃত্যু কত নিকট, মর্ত্য-স্বর্গধাম।