দুপুর বড়ই মধুর
অজিত কুমার কর


চোত-বোশেখে রৌদ্রতাপে সকলে কাতরায়
যতদিন না বৃষ্টি নামে ফোসকা পড়ুক গায়,
লুটব মজা, আমার তাতে কীই বা আসে যায়।


আমার মতো দুষ্টু ছেলের ঘরে কী রয় মন
কেটে পড়ার সুযোগ খোঁজে, শত্রু বিভীষণ,
রোজ দুপুরে ডাকে আমায় বৈঁচিকুলের বন।


কার বাগানে নাগালে আম ছুঁড়তে পারি ঢিল
দুষ্টু বুদ্ধি আমার মাথায় সর্বদা কিলবিল,
আমায় ধরা দুরূহ কাজ উড়ন্ত এক চিল।


কয়েতবেলের গাছটা উঁচু নাগাল পাওয়া ভার
লগি একটা জোগাড় করি নিয়েই পগার পার,
খুব সহজেই পাড়ব এবার আটকাবে কে আর।


ওসব করেই কাটত ভালোই সত্যি সুসময়
বাবা ব্যস্ত মাঠের কাজে মা-কেই যত ভয়,
প্রশ্ন একই কোথায় যাবি, নতুন কিছু নয়।


মন ছুটে যায় পা চলে না খোলাই থাকে দোর
মনকে বলি, 'যা চলে যা, কী হল আজ তোর?'
ওসব এখন হয় না হজম তাকাই বড়জোর।


@অজিত কুমার কর