.            ডাক দিয়ো
         অজিত কুমার কর


ফাঁকা ফাঁকা ধরা আঁখি জলে ভরা
       গা'বে নাতো পাখি গান,
বড় একা লাগে    কত স্মৃতি জাগে
       কেন কেড়ে নিলে প্রাণ?


রং তুলি হাতে       ঘুম নেই রাতে
        এঁকে চলি ধীরে ধীরে,
রাত হলো ভোর  খোলা ছিল দোর
       পাখি যদি ফিরে নীড়ে।


'হয়ে গেছি ছাই       নাই নাই নাই'
        বলে গেল কানে কানে,
আঁখি মেলে দেখি পা'র ছাপ একী!
       দোলা লাগে এই প্রাণে।


দিলে নাতো দেখা থাকি একা একা
         কাজ করি গান শুনি,
ডাক দিয়ো ভোরে থাকি আমি ঘোরে
        শুয়ে শুয়ে কাল গুনি।


© অজিত কুমার কর