.              দাবিয়ে রাখা যাবে না
                 অজিত কুমার কর


ওরা নির্মম নিষ্ঠুর          ক্ষমতা দেবে না হাতে
                   আমি মুজিবুর,
এ দেশ সপ্তকোটির      প্রতিরোধ গড়ে তোলো
                   এ পথ বন্ধুর।
সর্বদা রয়েছি পাশে         বারুদ-গন্ধ বাতাসে
     ঘনিয়েছে কালো মেঘ অশনি সংকেত
বাঙালিরা দুর্নিবার             প্রমাণিত বারংবার
     শোনো, ওড়াবে না ওরা পারাবত শ্বেত।
জননীকে ভালোবাসি         পুঞ্জিত বেদনারাশি
                 যেতে পারে প্রাণ,
রাখো উদ্ধত তর্জনি         দেশের যা কিছু সব
                   ঈশ্বরের দান।


কেড়ে নিতে চায় ভাষা       ওরা শত্রু, মিত্র নয়
                  ক্ষমতায় ওরা,
লড়াই চাই, লড়াই         এসো-না হাত মিলাই
                ধরো লাঠি ছোরা।
জনগণ, তৈরি থাকো        মনোবল ধরে রাখো
          হবেই স্বপ্নপূরণ নিশ্চয় নিশ্চয়,
আমাদের দাবি ন্যায্য      বারেবারে তা অগ্রাহ্য
    মৃত্যুকে কখনো আমি পাই না তো ভয়।
আশেপাশে গুপ্তচর            ওরা ওদের দালাল
                খোলা রাখো চোখ,
রজনি প্রভাত হলে     কী হবে জানি না, তবে
                 চাই জয় হোক।


© অজিত কুমার কর