দাম্ভিকতা
অজিত কুমার কর


বিষ-শ্বাসে একীভূত বিশ্বাস ও অবিশ্বাস
ভবিতব্য ছিল এই ভাবিনি এমন হবে
অসহ যন্ত্রণা যত আমি সহেছি নীরবে
ক্রমাগত শুধুই করেছি এপাশ-ওপাশ।


বিনাশর্তে সমর্পণ আমার যা ছিল সব
গ্রহণ না-করে প্রত্যাখ্যান চরম হেলায়
মানবিক বোধটুকু গেল হারিয়ে কোথায়?
এমন দাম্ভিক তুমি এতে বাড়েনি গৌরব।


© অজিত কুমার কর