বসন্তে বসন্তবৌরী কোকিলের কুহু
খেলিছে আবির লয়ে শাল্মলি কিংশুক
দখিনা পবনে মন তোমা বিনে হুহু
কখন মিলিবে দেখা বিজনে উৎসুক।
কেন যে আড়ালে রও রূপসি নিকুঞ্জে
ইঙ্গিতে জানাও ওগো হরিণনয়না
আকুলিব্যাকুলি হয়ে মধুকর গুঞ্জে
বউ-কথা-কও করে আমায় বিমনা।


এমন মধুর ক্ষণে একা থাকা দায়
অবিরাম বেজে যায় শ্যামের বাঁশরি
কখন সময় হবে যাবে যমুনায়
ললিতা-বিশাখা সখী রেখেছে কি ধরি!
ঢেউ তুলে বহে যায় যমুনার জল
মনে হয় যেন বাজে রাধিকার মল।