দরাজ চিত্ত


এতদিনের গচ্ছিত ধন
             সঙ্গে নিয়ো বিদায়কালে
ফেলে যাওয়া চলবে না তা
             ভরবে ধরা ও' জঞ্জালে।
    দিলে না তো জীবদ্দশায়
    চোখরাঙানি দাম্ভিকতায়
কুক্ষিগত ছিল সবই
             লোকচক্ষুর অন্তরালে।
বাঁচার জন্য লাগে অল্প
             বঞ্চিত হয় গরিব দুঃখী
বুভুক্ষুদের কান্না শুনে
             কেউ কখনো হয় না সুখী।
    নিরাভরণ আসি সবাই
    একইভাবে শূন্যে হারাই
দিতে হলে এখনই দাও
             দরাজ হাতে জীবৎকালে।
-------
কপিরাইট © অজিত কুমার কর।