পথের যত অনাথ আতুর ডাকলে তুমি ঘরে
যা ছিল সব ওদের দিলে খুবই যতন করে।
         খাবার পেয়ে দারুণ খুশি
         আমরা তবে আমড়া চুষি
‘দুঃখ কেন ক’রছ ওগো মেদটা যাবে ঝরে।’


  ধন্য ধন্য করবে ওরা সেটাও আমার জানা
মনও চায় না করি তোমায় এমন কাজে মানা।
           তুমি আমার জীবনসাথি
            দুঃখসুখে কাটাই রাতি
কপালগুণে পেয়েছিলে দরাজ হৃদয়খানা।


‘তুমিও তো এমনি করো কমতি আবার কীসে
মন্দাকিনীর মতো হৃদয় অন্ধকে দাও দিশে।
       বেশ তো আছি আমরা দুজন
        চলছে যেমন চলুক তেমন
মানবজীবন ক্ষণস্থায়ী মাটিতে যায় মিশে।


  সেবাধর্মে ব্রতী তুমি ক'রছো জীবের সেবা
যেমন ক'রে করো তুমি পারবে অমন কে বা।
           আমি শুধু তোমায় দেখি
          গা'য় মাখি না বলল কে কী
ধন্য আমার মানবজীবন তোমায় পেয়ে, রেবা ।