দরাজ সূর্য দরাজ প্রকৃতি


সূর্যের দেখা মেলে না সহজে শীতে
ঘন কুয়াশায় ঢাকা পড়ে ওর মুখ
ওমের আশায় ভোর থেকে উৎসুক
কাঁপে থত্থর শৈত্যের ভ্রুকুটিতে।


জোটে না সবার শীত-নিরোধক জামা
খড়কুটো জ্বেলে আগুনে হাত-পা সেঁকে
পল্টু বিল্টু জুটে যায় কোত্থেকে
মুখটি দেখায় নিষ্প্রভ রবিমামা।


শীত লাগলেও বাসন মাজতে হবে
নিরুপায় ওরা রোজগার করা চাই
শত কষ্টেও ওদের কামাই নাই
পেট ভরাবার অন্ন জুটবে তবে।


মরমি হৃদয় পৃথিবীতে দুর্লভ
আপন স্বার্থ বুঝে নেবে ষোলোআনা
খামতি হলেই ফুলকি ওড়াবে  জানা
ক্ষণিকের ভুলে কালিমালিপ্ত সব।


আলোক ছড়ায় দরাজ সূর্য তারা
গাছপালা দেয় বাঁচার রসদ যত
অসুখ সারায়, নিরাময় করে ক্ষত
মানুষ বোঝে না প্রমোদে আত্মহারা।


@অজিত কুমার কর