#                       দারিদ্র্য


কাগজ আসতে দেরি হলে বিলিয়ে দিতে হবেই দেরি
স্কুলে যেতে কাজের চাপে তখন দেরি হয় ওদেরই।
                বুঝবে কে বা ওদের ব্যথা
                গোপন থাকে মনের কথা
শাস্তি জোটে, সহ্য করে যেদিন দেরি, সেদিন ঢেরই।


কিশোর কালাম ক'রত এ'কাজ সংসারে যে দৈন্যদশা
দেরি হলে সেদিনও কি কোমল পিঠে পড়তো কশা?
                 না-জেনে ভুল করতে পারে
                   শিক্ষকেরা শুধায় তাঁরে
কেন দেরি প্রায় প্রতিদিন চলে কি রোজ ভুবন চষা?


পড়তে গেলে পয়সা লাগে হারুর বাবা রিকশা চালায়
মা-বাবা আর ছোট্টো দু'বোন অর্থাভাবে খুব অসহায়।
                    ওরা দুজন প্রাথমিকে
                  কোনোক্রমে আছে টিকে
মা যায় কাজে রোজ সকালে দিনে মাত্র একবারই খায়।


   গাঁয়েগঞ্জে ঘটছে কত কে বা ওদের খবর রাখে
সকালটা তাই কাজে লাগায়, এসব কথা বলবে কাকে।
                   তাইতো ওরা দেরি করে
                   গুরুকুলের যায় গোচরে
উঠে পড়ে অনেক ভোরে যখন রাতে মোরগ ডাকে।


#অজিত কুমার কর