সব দেবতার সেরা পিতা আর মাতা
জনমের পর থেকে ধরে রাখে ছাতা।
মুখে তুলে দেয় মাতা নিজে নাই খেয়ে
অফুরান সুখ তবু দেখে তাই চেয়ে।
জেগে রয় সারারাত দীপখানি জ্বেলে
সেবা করে অবিরাম মনপ্রাণ ঢেলে।
আঁখি মেলে চায় যেই হাসি ফোটে মুখে
সব দঃখ ভুলে যায় মন ভরে সুখে।


কী করে যে ভুলে যায় এই অবদান
ছিঁড়ে ফেলে সহজেই মা’র প্রতি টান।
হাহাকার জমে বুকে মুখে নাহি কথা
সুখ কামনায় রত চেপে যত ব্যথা।
ক্ষয়ে ক্ষয়ে হয় শেষ নিভে যায় বাতি
মিশে যায় নভোনীলে শেষ হয় রাতি।



(বাম চোখে ছানি অপারেশন করানোর জন্য সাময়িক অবসরে যাচ্ছি। সকলের শুভেচ্ছা কামনা করি। শুভেচ্ছা রইলো।)