*
                দে ধরা দে গঙ্গা ফড়িং
            তোর তো কেবল তিড়িংবিড়িং
তখন থেকে ছুটছি পিছে বলছি না রে মোটেও মিছে
            নাগাল যে তোর পাই না আমি
              কে তোরে এই শক্তি দি'ছে।


              পা পা করে যেই কাছে যাই
               মন ভ্রমরা পালাই পালাই
বসলি গিয়ে অন্য ডালে নয়তো গিয়ে খড়ের চালে
                 ক্লান্ত হয়ে পিছু ফিরি
               বিন্দু বিন্দু মুক্তা ভালো।


            কোথায় থাকিস কি যে করিস
              কখন বা তুই খাবার ধরিস
রাতেরবেলা ঘুমোস কিনা আমার মতো বালিশ বিনা
             আমিতো শুই মায়ের কোলে
‌‌‌            তোর নিবাস কি ক্যাজুরিনা?


              প্রিয়ংবদায় কোথায় যে পাই
                 চতুর্দিকে খুঁজে বেড়াই
অমন দুটো পাখনা পেলে উড়ে যেতাম তখন মেলে
              এসব খবর তোর তো জানা
              পরশ পাবো কোথায় গেলে?