দেখার আশে পথের পাশে
অজিত কুমার কর


রোজ বিকেলে দাঁড়িয়ে থাকি
বল তো কেন, জানিস তা কি?
মনটা যেন কেমন করে,
যতই দেখি সাধ মেটে না
সদ্য ফোটা হাসনুহেনা
পারি না আর রইতে ঘরে।


প্রথম দেখা শরৎকালে
হাসলে পড়ে টোল দু'গালে
আমার খুশি উথলে ওঠে,
প্রথম কথা চোখে-চোখেই
'নয় অচেনা', বলেছি যেই
অমনি ঠোঁটে গোলাপ ফোটে।


শীতের পরে এলো ফাগুন
লাগলো মনে, বনে আগুন
আয়-না রাঙি প্রেম-পরাগে,
শিমুল রাঙা পলাশ রাঙা
কোপাই নদী ভুবনডাঙা
আকাশ রাঙে রঙিন ফাগে।


© অজিত কুমার কর