দেরি কেন শুরু কর


শরতের মেঘ খুব বেশি সাদা
স্থির হয়ে ভাসে আকাশে
এখন তেমন আর্দ্রতা নেই
হিমের পরশ বাতাসে।


নিম্নচাপের কপট ভ্রুকুটি
বৃষ্টি নামল দুপুরে
গল্প শোনাব, কোথা গেলি তুই
ডাক পাড়ি আমি খুকুরে।


ডাকে সাড়া দিয়ে ছুটে এলো কাছে
শুয়ে আছি আমি মাদুরে
দেরি করো কেন, শুরু করো বাবা
মেয়েটা বড়ই আদুরে।


চুমু খেয়ে বলি শুয়ে পড়ো পাশে
মাথা রাখো এই বালিশে
কখন বলবে, কী হল তোমার
তাড়া দিয়ে যায় খালি সে।

শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে
চারটা বাজেনি তখনো
উঠেই বলল শুরু কর ফের
বেলা আছে ঢের এখনো।


@অজিত কুমার কর