*
                  দেরিতে এলে
               অজিত কুমার কর


  কেন এত করলে দেরি সেই তো এলে
   প্রজাপতির মতো রঙিন পাখনা মেলে।
          আটকে তুমি ছিলে কোথায়
           সেখানেও কি বিহঙ্গ যায়
নিবিড় সবুজ ঝাউবাগানে সঙ্গে কি তাঁর?
জানি আমি কেউ ছিল না সেখানে আর।


রোদ গড়ালো, বিকেল হ'লো কাটল বেলা
       আমায় ছেড়ে কী সুখ পেলে!
     আজকে ছিল ভালোবাসার দিন
          আমার ভাবনা অন্তহীন।
সারাটা দিন সময় তোমার কাটলো ভালো
ওই দেখোনা জোনাকিরা জ্বাললো আলো।
  নদীর বুকে নামল আঁধার আপন সাজে
          কালিমা তাঁর অঙ্গে ঢেলে।