দেশের জন্য নিবেদিত প্রাণ
      
যুদ্ধ লাগলেই মৃত্যু মিছিল অকালে ঝরবে ফুল
পরাধীনতার গ্লানি বুক জুড়ে বিস্তৃত বিষ-মূল।
পাক সেনানীরা হিংস্র শ্বাপদ শানাল আক্রমণ
মুক্তিযুদ্ধে শামিল হয়েছে আপামর জনগণ।


আকাশে যুদ্ধ, যুদ্ধ সাগরে অশান্ত পরিবেশ
যত্রতত্র পড়ে আছে লাশ ক্ষতবিক্ষত দেশ।
স্বাধীনতা চাই, সীমিত শক্তি কীভাবে আসবে জয়
চাই আধুনিক অস্ত্রশস্ত্র, বাঙালি পায় না ভয়।


প্রতিবেশী দেশ ভারতবর্ষ বাড়াল দরাজ হাত
মিলিত শক্তি বীরবিক্রমে হেনেছিল প্রতিঘাত।
নদীমাতৃক মাতৃভূমির চারিদিকে শুধু জল
কঠিন যুদ্ধে খানসেনাদের তলানীতে মনোবল।


পর্যুদস্ত সবদিক দিয়ে বাঁচার রাস্তা চাই
হার মেনে নিল নিয়াজী বাহিনী খোলা পথ একটাই।
পরিশেষে এল কাঙ্ক্ষিত জয় মহারণ হল শেষ
সবুজের বুকে নতুন সূর্য জাগল বাংলাদেশ।


শহিদ হয়েছে কয়েক লক্ষ সেনানী ও সাধারণ
শ্রদ্ধা জানায় সারা দেশবাসী হবে না বিস্মরণ।
যারা চলে গেছে আসবে না ফিরে বেদনা অন্তহীন
সমরাঙ্গনে শোধ করে গেছে বাংলামায়ের ঋণ।


@অজিত কুমার কর