*                অজিত কুমার কর
               দেশ আমাদের ভারতবর্ষ


   পথের পাশে ফুটে আছে নাম না জানা ফুল
     নানা রঙের, ক্ষুদ্র অতি, বৈভবে অতুল।  
মৌমাছিরা উড়ছে যত   অলিরাও আসছে তত
   মধুপানে সবাই রত    ফোটায় না কেউ হুল,
   এ’সব দেখে পা চলে না আপনাতে মশগুল।


   সমতল নয় খাড়াই খুবই পাশে সবুজ ঘাস
     ছোটো বড়ো বৃক্ষরাজি পাহাড়ঢালে চাষ।
রুদ্রপলাশ রডোডেনড্রন   পুষ্পে পুষ্পে ভরা এখন
     হারিয়ে যায় উদাসী মন বসন্তের আভাস,
         মর্ত্যভূমি স্বর্গ যেন যাপন অবকাশ।


       প্রকৃতি মা’র আঁচলখানি স্নিগ্ধ মনোরম
     কেমন করে বর্ণনা দিই, আমি তো অক্ষম।
ধরলো ঘিরে ছ’টি পরি      ওরাই ভ্রমণ সহচরী
      এগোই ওদের হস্ত ধরি রুপসি নয় কম,
        সবার চোখে তন্ময়তা দৃশ্য অনুপম।


   মাণিক্যময় অঙ্গ মায়ের নেইকো রূপের শেষ
   যতই দেখি, হৃদয় ভরে, কাটছে সময় বেশ।
কে করেছে এসব সৃজন    সাধ্য কী যে করি এমন
      মৌন পাহাড় রাস্তা বিজন বিস্মিত অশেষ,
     এসব নিয়ে ভারতবর্ষ, এই আমাদের দেশ।
                           ***
© অজিত কুমার কর