ভারতমাতার বীর সন্তান
মানবসেবায় নিবেদিত প্রাণ
          দেশবন্ধু চিত্তরঞ্জন;
ভুবনমাঝারে কত সুখ্যাতি
মানুষের দুখে সদা সমব্যথী
          শিকল ভাঙায় নিমগ্ন মন।


ভুবনমোহনের কৃতি পুত্র
আইনের জ্ঞান ওঠার সূত্র
          বাগ্মিতায় তুমি পারদর্শী;
কারাকন্দরে বীর সেনানীরা
মুক্তি পেয়েছে, নির্দোষ তাঁরা
          পৃথিবীর বুকে যেন রবি-শশী।


কাব্য সৃষ্টি কবিতার প্রেমে
সদা ব্যস্ততা যাও নাই থেমে
          হৃদয় তোমার সাগর-সমান;
বিমুখ করোনি কখনো কাউকে
অকাতরে দান সদা হাসিমুখে
          বিরূপ কথায় দাও নাই কান।


স্বাক্ষর তুমি রেখে গেছ ভবে
নিজ মহিমায় উজ্জ্বল রবে
          দেশমাতৃকার সেবক দাতা;
‘স্টেপ অ্যাসাইডে’ পরিনির্বাণ
নশ্বর দেহ করে গেলে দান
          কাঁদে জনগণ তরুলতাপাতা।