মানবদরদি কালাম তোমাকে জানায় লাখো সালাম
কাশ্মীর থেকে কন্যাকুমারী সুরাট থেকে আসাম।
শান্তির শ্বেত পারাবত তুমি মহান জ্ঞানতাপস
বিশ্বমাঝারে উন্নত শির করোনি কভু আপস।


স্বপ্ন দেখতে শিখিয়েছ তুমি নিশীথে অধরা ঘুম
বাস্তবায়িত সকল বাসনা, হাসি রাঙা কুমকুম।
তোমার প্রেরণা শক্তি জোগায় সতত লিপ্ত কাজে
সাফল্য এসে নিজে ধরা দেয় শ্যামল শোভন সাজে।


স্নেহ মমতার দৃঢ় বন্ধনে আবদ্ধ ছিল মন
সঠিক পথের শ্রেষ্ঠ দিশারি সকলের প্রিয়জন।
ভারতমাতার নিরাপত্তায় রাখোনি কোথাও ফাঁক
নিরলসভাবে গবেষণারত প্রতিহত গুলিঝাঁক।
    
দৃঢ়তার সাথে অটুট রেখেছ একতায় গাঁথা মালা
অগ্রগতির তুফান উঠেছে ভরেছে মায়ের ডালা।
তোমার চোখের চাহনিতে জাদু প্রীতিময় হাসিমুখ
তাপিত হৃদয় শীতল পরশে ভুলে যায় যত দুখ।


যখন যে কাজে থাকিনা ব্যস্ত অন্তরে সদা তুমি
গর্বিত আমি, ভারতবর্ষ আমার জন্মভূমি।
অধরা মাধুরী নোবেল প্রাইজ ভারতরত্ন ভালে
তোমার মহিমা চির ভাস্বর আঁধারে প্রদীপ জ্বালে।