ঢাকির প্রত্যাগমন
অজিত কুমার কর


ভেঙে গেছে মিলনমেলা
ঘাটে আছি বিদায়বেলা
স্বপ্নে দেখি মা গৌরীকে
ক্লান্ত চোখে ঘুম
টাকডুমাডুম ডুম।


কাটল কদিন আনন্দে বেশ
নবমীরাত হবেই তো শেষ
রাত পোহাতেই বিদায়বাঁশি
মা দেয় ভালে চুম
টাকডুমাডুম ডুম।


ঢাকিরা সব ফিরছে বাড়ি
সঙ্গে আছে বউয়ের শাড়ি
খুকুর জন্য নতুন পোশাক
নেলপালিশ কুমকুম
টাকডুমাডুম ডুম।


প্রতীক্ষা ফের একটি বছর
বিষণ্ণতায় কাটবে প্রহর
ডাক এলেই তো বেরিয়ে যাবে
লাগবে পুজোর ধুম
টাকডুমাডুম ডুম।


শরৎ এলেই অন্য আকাশ
দোলায় মাথা বাতাসে কাশ
আলোর বেণু উঠবে বেজে
শিঞ্জিনী রুমঝুম
টাকডুমাডুম ডুম।


© অজিত কুমার কর