*      দিদার আক্ষেপ
      অজিত কুমার কর


রং টা যে ওর বেজায় কালো
    কেউ বাসে না ভালো
ওইতো দিদার জীয়নকাঠি
     দুই নয়নের আলো।


  উজাড় করে ভালোবাসা
    দিদাই জোগায় আশা
চোখের আড়াল করে না সে
    বোঝে চোখের ভাষা।


   ভ্রমর কালো নয়ন দুটি
      খুঁজে বেড়ায় জুটি
   হাসিতে ওর মুক্তা ঝরে
     সমাজ খোঁজে ত্রুটি।


   কেমন যেন পিতা-মাতা
       দিদা শক্তিদাতা
মাকালী তো বেজায় কালো
      সে-ই পরিত্রাতা।