দিঘার পথে আমরা দু'জন
অজিত কুমার কর


আমার কথা শুনেই প্রিয়া
আহ্লাদে আট খান,
'তুমিই আমার মনের মানুষ'
প্রেম-নদীতে বান।


খোলসা করে বলিনি সব
তাতেই প্রাপ্তি ঢের,
পুরো বললে কী যে হতো!
টানবে এরই জের।


আঁকতে পারি নাচতে পারি
গাইতে পারি গীত,
যদি আমরা দু'জন নাচি
লাগবে না আর শীত।


'চাই না আমি নাচতে এখন
চলো কোথাও যাই',
'তুমিই বলো যাবে কোথায়
কোথাও অমত নাই।'


চালক আমি সওয়ারি ও
এখন সবে ভোর,
দিঘার দিকে ছুটছে গাড়ি
এটাই ইচ্ছে ওর।


© অজিত কুমার কর