*
কার পদধ্বনি শুনি আকাশে বাতাসে
শীতের হিমানী নেই ধরেছে মুকুল
প্রভাতে কোয়েলা ডাকে ঋতুরাজ হাসে।


জননীর ভালে টিপ পরেছে দুকূল
কপোলে শীতল স্পর্শ অনুভবে মেলে
অধরে বিমল হাসি পিঠে ভেজা চুল।


চকিতে এসেই তুমি কোথা চলে গেলে?
রেখে গেলে পদচিহ্ন মেঝের ওপর
ধরা যদি নাই দেবে, তবে কেন এলে?


তখনি ভেঙেছে ঘুম দেখি ফাঁকা ঘর
ফুলে ফুলে ভরে গেছে শিমুলের ডাল
অপলকে দেখি আমি রুদ্ধ কণ্ঠস্বর।


কোথাও বিচ্যুতি নেই সুন্দর সকাল
উদ্ভাসিত চতুর্দিক দিগন্ত প্রবাল।