দিনলিপি
অজিত কুমার কর


লিখি না এখন আমি আর দিনলিপি
ছকে বাঁধা কাজ করে যাই প্রতিদিন
ঘুম থেকে উঠি সূর্য ওঠার পরে
বিলম্ব হয়, এটা নয় সমীচীন।


অন্যরকম এখন দিনযাপন
করোনাকে ভয় যদি ঢুকে যায় গা'য়
তাই থাকি ঘরে যাই না কোথাও আর
গোধূলিবেলায় মাঠে ঘুরি নিরালায়।


প্রকৃতিকে দেখে কতকিছু রোজ শিখি
বাকিটা জীবন এভাবে কাটাতে চাই
শ্রী রয়েছে ঘরে তাই ঘর আলোকিত
ইহকালে আর না পাওয়ার কিছু নাই।

জননীর কোলে বেশ তো সুখেই আছি
এসেছি যেদিন খালি ছিল দুই হাত
ঠিক ওইভাবে উড়ে যাব ছাই হয়ে
দুঃখ কীসের, করো না অশ্রুপাত।


বিদায়বেলায় আমার কবিতা প'ড়ো
বাজিয়ো না খোল করতাল একদম
ঢেলে দিয়ো শেষে শুধু একঘটি জল
এটাই ইচ্ছা, যেন হয় এরকম।


© অজিত কুমার কর