জ্বালাই অন্তরে দীপ তমসা ঘোচাতে
নিজেরে উদ্বুদ্ধ করি জাগে যাতে বোধ
আমি এক তৃষাতুর জ্ঞানরশ্মি তরে
বিসর্জিত অহমিকা বহতা সলিলে।
তমঃ-রজ্জু দেয় টান ফেলে দিতে খাতে
যে করে ক্ষমতাবলে চ্যুতি প্রতিরোধ
বিজয়ী সে জন হয় সন্তুষ্টি অন্তরে
নিরন্তর প্রচেষ্টায়, নয় মন্ত্রবলে।


সার্থক জনম তাঁর, অন্ধকার যার
ঘুচে যায় চিরতরে, জন্ম-মৃত্যু মাঝে,
থাকে না তখন কিছু আর হারাবার
পথভ্রষ্ট হয় না সে তমসায় সাঁঝে।
সচ্চিদানন্দকে পেতে পেয়ে যায় দিক
অন্তরে ধ্বনিত হয় জ্যোতিষ্মান ঋক।