দীপের আলোয় হারিয়ে যাবে অমানিশার কালো
হেমন্তিকার লক্ষ তারাও ছড়িয়ে দেবে আলো।
            মেলাব হাত সবার হাতে
            ত্রিনয়নীর পুজোর রাতে
উঠোনজুড়ে মোমবাতি আর মাটির প্রদীপ জ্বালো।


অলক্ষে মা দেখবে এসব সূক্ষ্ম দেহে এসে
অভয়বাণী শোনাবে মা সবায় ভালোবেসে।
          রংমশালের ফুলকি যেমন
          মায়ের স্নেহ ঝরবে তেমন
মলিনতা স্রোতের টানে যাবেই গাঙে ভেসে।


দীপাবলির মিলনমেলায় কেউ রবে না দূরে
একই মালায় দুলবো সবাই সাম্যগীতির সুরে।
          তবেই তো এর সার্থকতা
          ছড়িয়ে দেবো সেই বারতা
এগিয়ে যাবো সমুখপানে দেখবো ঘুরে ঘুরে।


(সবাইকে জানাই শ্রী শ্রী কালীপূজা এবং শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।)