দয়াল, দেখাও আলো
অজিত কুমার কর


ব্যাকুল হয়ে ডাকছি তোমায় দাওনি তবু সাড়া
কে দেখাবে পথের দিশা দয়াল তুমি ছাড়া।
অন্ধকারে যাচ্ছি ডুবে ছড়াও জ্ঞানের আলো
তা না হলে দূর হবে না অজ্ঞানতার কালো।


তুমি স্রষ্টা সৃষ্টি তোমার তুমি মহান দাতা
একাধারে তুমি ঈশ্বর বন্ধু পিতা মাতা।
সজ্ঞানে বা অজ্ঞানে যা ভুলত্রুটি রোজ করি
তোমার খোঁচা পেয়েই দয়াল ওই শ্রীচরণ ধরি।


তুমি যদি ভুল না ধরাও কে ধরাবে তবে
এটা ভালো করেই জানি আর কেহ নেই ভবে।
লোভের বশে অন্ধ হয়ে মানুষ কুকাজ করে
খাদে পড়ে তখন তাঁরা আপন দোষেই মরে।


ইহকাল আর পরকালের খেয়ার মাঝি তুমি
একটুখানি দিয়ো দয়াল আমায় চারণ ভূমি।
জাগরণে কিংবা ঘুমে তোমার ছবি আঁকি
তোমার দেওয়া কাজের মধ্যে বিভোর হয়ে থাকি।


© অজিত কুমার কর