দৃঢ় মনোবল
অজিত কুমার কর


কে কী বলল কান দিবি না তাতে
ভালো মন্দ যা-ই বলুক-না কেন
জড়াবো না আযথা সংঘাতে
হেয় করার ফন্দিফিকির যেন।


ব'লে ব'লে ওরাই ক্লান্ত হবে
এগিয়ে যাব আমরা দৃপ্ত পদে
দেখে ওদের শিক্ষা হবে তবে
দৃঢ়তা চাই আপদে বিপদে।


আষাঢ় মাসে আকাশ ঢাকে মেঘে
সূর্য কি নেই? আড়ালে ঠিক থাকে
মেঘ সরলে আবার ওঠে জেগে
মাঝে মাঝে পড়ে দুর্বিপাকে।


দলতে হবে পথের যত কাঁটা
ঝরুক রক্ত কেউ যাব না থেমে
শৃঙ্গ জয়ে চাই তো বুকের পাটা
হাসিমুখে আসব দুজন নেমে।


নিন্দুকেরা ভিড় জমাবে এসে
ওরাই তখন পরিয়ে দেবে মালা
স্রোতের টানে খড়কুটো যায় ভেসে
শাঁখ বাজাবে, হাতে বরণডালা।


© অজিত কুমার কর