*
‌     গাছের গায়ে কী ওই লেগে
        ছুটছে যেন প্রবল বেগে!
সিংহ না বাঘ           নাই ডোরা দাগ
      গর্জনও নেই আছে চুপচাপ
      চক্ষেও নেই ক্রুরতার ছাপ।  


       তবে কি তা কুমির ছানা!
       নাকি পাখি, নড়ছে ডানা।
নধর গড়ন               নেইকো সরণ।
       ওক বিটপির অঙ্গ ও'টি
        নিতম্বিনীর স্থূল কটি।


      কতকিছুর মিলবে দেখা
       বাস্তবতার চিত্ররেখা।
রূপ মনোহর          ভীষণ কদর
   ফ্রান্সে গিয়ে দেখতে পারো
    নতুন কিছু দেখবে আরো।


        বিচিত্র এই বসুন্ধরা
     অরণ্য জল পাহাড় ভরা।
সবই আছে           দূরে কাছে
     চক্ষু জুড়ায় হৃদয় ভরে
   প্রকৃতি মা'র সোহাগ ঝরে।