ডুব দে রে মন প্রেমসাগরে
অজিত কুমার কর


প্রজাপতি ভ্রমর কেমন
ফুলবাগিচায় গুনগুনায়,
মৌমাছিও রয় না দূরে
সারাটাদিন প্রেম বিলায়।


ফুলের রেণু লাগছে পা'য়ে
মধু পিয়ে মৌটুসী,
ওদের প্রেমের লহর দেখে
উদাসী মন হয় খুশি।


মনমরা তুই কেন রে মন
ডুব দে-না সই টুপ ক'রে,
প্রেমসাগরে জল থাকে না
ভয় কেন পাস তুই ওরে।


প্রেমপরাগের পরশ পেতে
মনবাতায়ন রাখ খুলে,
ও'পথ দিয়েই করবে প্রবেশ
সেজে রঙিন দুকূলে।


নদী ছোটে সাগরপানে
পতঙ্গের পা আগুনে,
ভয়কে ওরা জয় করেছে
বলছি তোকে রাখ শুনে।


© অজিত কুমার কর