.             দুই জ্যোতিষ্ক


দুই কানে দুল           দুলছে দোদুল
        বাংলা মায়ের অরূপরতন
        দুই তারকা রবি নজরুল।


রবীন্দ্র গান              জুড়াল প্রাণ
      ভুলে যাই সব দুঃখ ব্যথা
     সারাজীবন পাই সমাধান।


মহা সৈনিক            দেখাল দিক
   ভাঙ রে এবার পাষাণ কারা
    নেই ভাবনা প্রতীজ্ঞা ঠিক।


দুখু রবি                দুজন কবি
    ঠিকরে পড়ে হিরের দ্যুতি
  ওই দেখা যায় নয়কো ছবি।


ও’উৎকর্ষ              অতলস্পর্শ
       সার্ধশত বর্ষ পরেও
    সবার চিতে জাগায় হর্ষ।


হও আগুয়ান           বাধা খানখান
        অসির চেয়ে মসি বড়
        চির সত্য এল আহ্বান।


© অজিত কুমার কর