*             দু'কূল ছাপানো বান
                অজিত কুমার কর


       এসেছে প্রবল বান রূপনারায়ণে
   দু'কূল ছাপানো জল লেগেছে মাতনে।
               ডুবে গেল পথঘাট
              ডুবেছে আগেই মাঠ
কী করি কী করি আজ ভাবি ক্ষণে ক্ষণে।


যেয়ো না যেয়ো না ভেসে আষাঢ়ের ঢলে
আমায় একেলা ফেলে কেন যাও চলে।
              ঘনঘোর বরষায়
             তরঙ্গ উথলি ধায়
  তরিখানি ভাসালাম ও' গাঙের জলে।


  ডিঙাখানি ভেসে চলে মোহনার দিকে
    শৈশব থেকেই চিনি এই তটিনীকে।
            দেখা হবে মোহনাতে
           নিশা শেষে রাঙা প্রাতে
আহেলি প্রেমের রং হয় নাকো  ফিকে।


  ওদিকে সাগর নীল সীমানা কোথায়
   জল জল শুধু জল ঢেউ অতিকায়।
          পুবাকাশে দেখ হাসি
         এসো বসি পাশাপাশি
কী ভেবে একেলা এলে মন দিল  সায়!