বাজি পটকার ছাড়পত্র অবাধ!
যত্রতত্র ধূমপান তো বিরাট অপরাধ।


নিজে বাঁচো, পরকে বাঁচতে দাও
এই কথাটি মনে রেখে কর্ম  করে যাও।


অরণ্য তো বন্যদের জন্য
কেটো না, কেটো না বৃক্ষ বাঁচাও অরণ্য।


পাহাড় ভেঙে করছো সমতল
পশ্চিমঘাট আরবল্লির অনেকটা অঞ্চল।


চায় না মানুষ এমন উন্নয়ন
পরিবেশকে ধ্বংস করে বিপন্ন জীবন।


ধ্বংস করছি জলাভূমি ঢের
গ্রীনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে পাচ্ছি সবাই টের।


নিজভূমে ‘অবনি’ আর নাই
ঘুমপাড়ানি গুলি কেমন, দক্ষতা দূর ছাই!


মারছি হাতি মারছি সিংহ বাঘ
সভ্য মানুষ, ওদের প্রতি কীসের এত রাগ!


উন্নয়নই করছে জমি গ্রাস
আদিবাসী, বন্যপ্রাণী নয়কো লোকের ত্রাস।