*            দুর্দশাগ্রস্ত ভাই-বোন
               অজিত কুমার কর


একটা ছেলে কাগজ কুড়ায় চেহারা বেশ শীর্ণ  
            রৌদ্রে পোড়ে বৃষ্টি ভিজে
           খাবার পেলে খায় না নিজে
বোনটিও তার বাসন মাজে বসন খুবই জীর্ণ।


  একটা ছেলে পাথর ভাঙে বয়স খুবই অল্প
            ঘেমে-নেয়ে হয় একাকার
              ডুবল রবি, ছুটি এবার
  বোনটিও যে সঙ্গে থাকে করুণ ওদের গল্প।


   একটা ছেলে ক্ষুধার্ত খুব রুটির দিকে দৃষ্টি
             রে রে করে আসল তেড়ে
             সমস্ত ক্রোধ দিল ঝেড়ে
   বোনটিও খুব কাছে ছিল কান্না যেন বৃষ্টি।


  একটা ছেলে একলা বসে অশ্রু ঝরে তপ্ত
            অনাথ ওরা খুব অসহায়
           কত ঈগল ছোঁ মেরে যায়
বোনটিও তার হয়নি মেয়ে জীবন অভিশপ্ত।


  একটা ছেলে স্বপ্ন দেখে কে দেখাবে স্বপ্ন
           কীভাবে যে কাটবে জীবন
            ভাগ্যদেবী বিরূপ এমন
বোনের চোখে অশ্রুধারা সকল আশা ভগ্ন।