জানত যদি ফাটবে মাথা যেত কি সে বেলতলায়
‘নেড়া মাথা, যেয়ো না গো’-  অট্টহাসি বউ বলায়।
পড়বি তো পড় পড়ল শিরে বইল বেগে রক্ত-নদ
বউয়ের কথা শুনত যদি ঘটত না তার এ বিপদ।


পড়ল সেলাই গণ্ডাকয়েক লাগল রুধির দুই বোতল
মগজ একটু পড়ল ভুঁয়ে নেড়ার চোখে সাগর জল।
কোনওক্রমে কাটল ক’দিন কেমন যেন ভুল বকে
কোনও কথা রয় না মনে হাসি কিন্তু ঝকঝকে!


বুদ্ধিশুদ্ধি ভালোই ছিল এক বেলেতেই উধাও সব
বোবার মতো এখন বসে করছে না আর কলরব।